২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনাকে জয় করতে হবে – নৌ প্রতিমন্ত্রী

আপডেট: মে ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনাকে জয় করতে হবে। সরকারের স্বাস্থ্য বিধি মেনে সকলকে চলতে হবে। প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা মানুষের বিষয়ে যে তার উপলব্দী তা এদেশের কোন রাজনৈতিক নেতার মধ্যে নেই। যা একমাত্র শেখ হাসিনার মধ্যেই রয়েছে। জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের মঙ্গলের জন্য যা যা প্রয়োজন দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় তাই তিনি প্রদক্ষেপ গ্রহন করেছেন।

শনিবার (৩০ মে) সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর চলমান পরিস্থিতিতে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক গৃহিত পদক্ষেপ ও ভবিষ্যত কর্মপ্রস্তুুতি বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক আফছাল আলী, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। এসময় উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network