আপডেট: মে ২৪, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : শনিবার রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাঁচিলা গ্রামের পাশে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী কামরুল জামান (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নয়নসুঁটি গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম জানান, কামরুল জামান একটি মোটরসাইকেলের চালকের পিছনে চড়ে ঘটনার সময় ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন। এসময় হঠাৎ করে তিনি রাস্তায় পড়ে যান। পিঁছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সলংগা থানায় একটি মামলা হয়েছে।