১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

 

বাংলাদেশ উপকূল অতিক্রম করছে‌‌ ঘূর্ণিঝড় ‌‌‌‘আম্ফান’

আপডেট: মে ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : বাংলাদেশ উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‌‌‌‘আম্ফান’।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভিন বলেন, বিকেল ৪টা থেকে এটি এখন সাগর দ্বীপের পূর্ব পাশে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে।

অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটারের মধ্যে রয়েছে এবং ঘূর্ণিঝড় ও দ্বিতীয় পক্ষের চাঁদের সময়ের শেষ দিনের প্রভাবে উপকূলীয় জেলাসমূহের কোথাও কোথাও ৭ থেকে ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, রাত ৮টা থেকে ৯টার মধ্যে ‘আম্ফান’ বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা অঞ্চল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে কমতে থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাতভর ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। বাসস

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network