২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব গঠন : ডা: মনা সভাপতি-সাইফুল সাধারণ সম্পাদক : জাতীয় অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

আপডেট: মে ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
কামরুন নাহার, ভেড়ামারা (কুষ্টিয়া) থেকে : কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ভেড়ামারা উপজেলায় জাতীয় অনলাইন প্রেসক্লাবের শাখা সংগঠন “ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব” গঠন করা হয়েছে । “ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব” গঠন  উপলক্ষে ১১ মে বিকেলে ভেড়ামারা কাচারি পাড়ায় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভাপতিত্ব করেন বিজয় নিউজ ২৪ ডটকম-এর ভেড়ামারা প্রতিনিধি ডা: কামরুল ইসলাম মনা ।
সভায় অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট শামসুল আলম স্বপন ।
তিনি বলেন এখন যুগ হলো অনলাইনের । এতদিন যে সব প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অনলাইনের কথা শুনলে নাক ছিটকাতেন তারাও এখন অনলাইনের উপ নির্ভরশীল ।
তিনি আরো বলেন আপনারা ভুক্তভোগী যে প্রিন্ট পত্রিকার সাংবাদিকদের যে প্রেসক্লাব আছে সেখানে অনলাইন সাংবাদিকদের সদস্য পদ দেয়া হয় না।
আমি মনে করি অনলাইন সাংবাদিকদের  প্রিন্ট পত্রিকার সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য হওয়ার কোন প্রয়োজন নেই । আপনার  সেই সাংবাদিক যখনকার সংবাদ তখনই বিশ্বব্যাপী প্রচার করতে পারছেন। কিন্তু প্রিন্ট পত্রিকায় ওই নিউজ পড়ার জন্য একদিন অপেক্ষা করতে হবে । তাই পাঠক প্রিন্ট পত্রিকা থেকে অনলাইনের উপর বেশী আস্থাশীল । প্রিন্ট পত্রিকা পড়ার সময় তাদের হাতে নেই । তিনি আরো বলেন ,আপনারা জানেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন “বনপা” শুধুমাত্র অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন । কিন্তু অনলাইন প্রেসক্লাবে মালিক,সম্পাদক,সাংবাদিক সবাই সদস্য হতে পারবেন। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব গঠন করায় তিনি সকল অনলাইন সাংবাদিককে অভিনন্দন জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আনোয়ার পারভেজ শান্ত , হেলাল মজুমদার,সাইফুল ইসলাম প্রদীপ সরকার, মাসুদ রানা লেবু,শফাদুল ইসলাম চান্নু,কামরুন নাহার জনি আহমেদ প্রমুখ ।
আলোচনা শেষে বিজয় নিউজ ২৪ ডটকম-এর প্রতিনিধি  ডাঃ কামরুল ইসলাম মনাকে সভাপতি ও জয়যাত্রা টিভি’র প্রতিনিধি সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব গঠন করা হয় ।
অন্যান্যরা হলেন- আনোয়ার পারভেজ শান্ত সহ-সভাপতি। (দৈনিক প্রবাহ ডট কম), হেলাল মজুমদার সহ-সভাপতি। (ডেইলি আমার সংবাদ ডটকম), প্রদীপ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক ( যুগান্তর বার্তা ২৪ ডটকম), মাসুদ রানা লেবু সাংগঠনিক সম্পাদক। (ডেইলি সাগরখালী ডটকম) ,শেফাদুল ইসলাম চান্নু কোষাধ্যক্ষ ( আজকের দিগন্ত ডটকম), কামরুন নাহার তথ্য ও প্রচার সম্পাদক ( নেক্সট নিউজ ডটকম), জনি আহমেদ দপ্তর ও প্রচার সম্পাদক, ( সোনালী নিউজ কুষ্টিয়া ডটকম), হৃদয় রায়হান নির্বাহী সদস্য ( পিপুল ইউএস ডটকম), সুজয় হাসান নির্বাহী সদস্য ( দৈনিক অনলাইন অধ্যবসায়),রাসেল আহমেদ নির্বাহী সদস্য (সময়ের দিগন্ত ডটকম ), শামীমা ইয়াসমিন নির্বাহী সদস্য। (গ্রামীণ ২৪ ডটকম) ।
এদিকে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব গঠনের সংবাদ জানতে পেরে জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব প্রযুক্তিবিদ রোকমুনুরজামান রনি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাক সহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতা করা হবে।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network