আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৫০ জন বয়স্কাউট ও কাফ স্কাউটদের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে ।
সোমবার (১১মে) দুপুরে উপজেলার স্কাউট ভবন থেকে এসব উপহার সামগ্রী তুলে দেয় উপজেলা স্কাউট নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউট এর কমিশনার বাবু শম্ভু নাথ সাহা, সহকারী কমিশনার ফজলুল রহমান, সম্পাদক মো. নূর হোসেন মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফরহাদ হোসেন, উপজেলা স্কাউট লিডার মো. রফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন আর রশিদ, উপজেলা স্কাউট সদস্য মো. ওয়াহিদুজ্জামান খান প্রমুখ।