আমিনুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা দক্ষিণপাড়া অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার (৫০) বাড়িতে শুক্রবার (৮ মে) সকাল ১১ ঘটিকায় বিদ্যুৎ সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সংবাদ শুনে ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের সব মালামাল পুড়ে যায়। পড়ে, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথপ্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ফলে ঘরের আসবাবপত্র সহ নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ভূষ্মীভূত হয়ে যায়। এতে মালামাল সহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।