২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

ঘাটাইলে কর্মহীন ৫শত পরিবারের পাশে শাজাহান আকন্দ ফাউন্ডেশন

আপডেট: মে ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নজরুল ইসলাম, ঘাটাইল(টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শাজাহান আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের কারনে কর্মহীন ও রমজান উপলক্ষ্যে ৫ শত দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

শুক্রবার (৮ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার অজ্ঞন কুমার সরকার উপজেলার কে নাগবড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।
শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামীম মিয়া বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের কারনে ও রমজান উপলক্ষ্যে গরীব, দুস্থ, অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের সাময়িক কষ্ট দুর করতে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, সেমাই, লবন ও চিনি। এ সময় উপস্থিত ছিলেন, দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শাজাহান আকন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মাষ্টার, সমাজ সেবক আসাদুজ্জামান শাহীন, হাফিজুর রহমান ভূইয়া, আব্দুল বাছেদ বাচ্চু, ছানোয়ার হোসেন শরীফ, খন্দকার ফুয়াদ হাসান, ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা প্রমূখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network