হারুনুর রশিদ, নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরায় মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন এলাকা রায়পুরা পান্থশালায় ১শত কর্মহীন, হতদরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর লোকদের মাঝে ৬ মে বুধবার সকালে খাদ্য সামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য অ্যাড এবিএম রিয়াজুল কবির কাওছার।
ইতিমধ্যে তিনি ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এবং উপজেলার একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নে আরো ১৪০০ পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করবেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান দ্বারা অভ্যাহত থাকবে বলে জানান।
ইতিমধ্যে চাউল ৫ কেজি, আলু ৩ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, পিয়াজ ১ কেজি, হুইল সাবান ২টা, লবন ১কেজির প্যাকেজে ৬০০ ব্যাগ বিতরণ করেন।
কোভিড-১৯ এর কারনে খেটে খাওয়া সাধারণ দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিবারগুলো বাছাই করে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। বাকি দিনগুলোতেও আরো ১৪শত পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা সরকার প্রচুর পরিমানে ত্রান সামগ্রীর স্ব স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছেন। যত বিপর্যয়ই হোকনা কেন বঙ্গবন্ধুর কন্যা যতদিন ক্ষমতায় থাকবে এদেশের প্রত্যেকটা মানুষ নাগরিক সুবিধা পাবে কেউ না খেয়ে থাকবেনা।
এই মরণব্যাধি করোনাভাইরাস সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়, করোনা ভাইরাস হয়তো একদিন চলেও যাবে। তাই দল, মত নির্বিশেষে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন হতে হবে এবং জাতির এই ক্লান্তি লগ্নে বিত্তবানরা কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাড়ালে সমাজ আরো সুন্দর হবে বলে তিনি উল্লেখ করেন।
এসময় তার সাথে ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমান উদ্দিন ভূইয়া, সাবেক যুব ও ক্রিড়া সম্পাদক এ কে এম মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান ফরিদ, সহসভাপতি রহিছ মিয়া, প্রচার সম্পাদক বিডিআর হাসান আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মশিউল আলম কনক, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা হেলাল উদ্দিন, শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম সুমন, মহিলা সম্পাদীকা সেলিনা পারভীন ও হাইরমারা ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।