আপডেট: মে ৬, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: করোনাভাইরাসের প্রভাবে দিনাজপুর সদর ও কাহারোল উপজেলার কর্মহীন ৩০০ জন ট্রাক ও ট্যাঙ্কলরী, কার্ভাট ভ্যান ও ট্রাক্টর শ্রমিকের মাঝে গতকাল বুধবার (৬ মে) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
“ঘরে থাকুন-সুস্থ থাকুন”-এই শ্লোগানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করেছেন দিনাজপুর জেলা ট্রাক ট্্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (২৪৫) সাবেক যুগ্ম সম্পাদক ও বোচাগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মো. মানিকুল ইসলাম মানিক।
দিনাজপুর সদর উপজেলার বাস টার্মিনাল খামার কাচাই বিশ্বরোড সদর থানা ড্রাইভার-হেলপার কল্যাণ শাখা, বাঙ্গীবেচা ঘাট ও ছেতরা হাট শাখা এবং কাহারোল উপজেলাসহ বিভিন্ন শাখার শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে বেশ কয়েকজন শ্রমিকের মাঝে নগদ অর্থও বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ২৪৫-এর প্রধান কার্যালয়ের অর্থ সম্পাদক খন্দকার নয়ন উদ্দিন, ১নং কার্যকরী সদস্য ইয়ারব হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আনারুল হক মোল্লা প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।
একইদিন সকাল সাড়ে ১০ টায় একইভাবে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের শিকদারগঞ্জে শতাধিক কর্মহীন দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
দিনাজপুর সদর উপজেলার সিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে দরিদ্র ও স্বল্প আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এসএস ফুড এন্ড বেভারেঞ্জ কোম্পানী প্রা. লি. এর ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ ও সদর উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক এবং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আশিকুর রহমান বাবু। এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী উপস্থিত ছিলেন।
কর্মহীন স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসএস ফুড এন্ড বেভারেঞ্জ কোম্পানী প্রা. লি. এর ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ বলেন, সরকারের পাশাপাশি দেশের এই সংকটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।