আমিনুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) থেকে: ৬ মে ২০২০ সকাল ১১ ঘটিকায় কুকাদাইর ও খানুরবাড়ী কালা সড়কের পাশে, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের নিজস্ব অর্থায়নে গোবিন্দাসী ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন টাংগাইল -২ গোপালপুর-ভূঞাপুর আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইকরাম উদ্দিন তারা মৃধা, ছাত্রলীগের নেতা কর্মী । অতিথি বৃন্দ উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল,আলু। সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার আরো বলেন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।