আপডেট: মে ৪, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ায় করোনা আক্রান্ত এক গৃহবধুর মৃত্যুর পর সোমবার (৪ মে) সকাল থেকে পৌর শহরের পশ্চিমপাড়া মহল্লা লক ডাউন করেছে প্রশাসন।
মৃত গৃহবধুর মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন।তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পশ্চিমপাড়া মহল্লার বাসিন্দা এই গৃহবধু ঢাকায় পোষাক কারখানায় কাজ করতেন। সপ্তাহ খানেক আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান। করোনায় আক্রান্ত তার ওই মেয়েটি হাসপাতালে মায়ের সাথে ছিলেন।
উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম জানান, ওই গৃহবধুর মৃত্যুর পর তার স্বজনরা লাশ গভীর রাতে উল্লাপাড়ায় নিয়ে আসেন এবং কাউকে কিছু না জানিয়ে সোমবার রাতে সেহেরীর পর পশ্চিমপাড়া কবরস্থানে তাকে গোপনে দাফন করেন। মৃত্যু গৃহবধুর সাথে তার মেয়েটিও বাড়ি এসেছেন। সোমবার ভোরে খবরটি জানাজানি হলে প্রশাসন থেকে ওই গৃহবধুর পরিবার ও পুরো মহল্লা লক ডাউন করে দিয়েছে। মেয়র আরো জানান, লক ডাউনে থাকাকালিন মৃত গৃহবধুর পরিবার ও তার স্বজনদের খাবার সরবরাহের দায়িত্ব নিয়েছেন মেয়র।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে খবর পেয়ে একটি মেডিক্যাল টিম ওই গৃহবধুর বাড়িতে পাঠানো হয়েছে। তারা ওই পরিবার, তাদের স্বজন এবং যারা লাশ দাফনের সাথে জড়িত ছিলেন তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করেছে। সংগৃহিত নমুনা সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।