আপডেট: মে ২, ২০২০
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের গোপালপুরে ঢাকা ফেরত আরো এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত গৃহবধু গাজীপুর থেকে গোপালপুরে তার বাবার বাড়ী আসেন। এ নিয়ে উপজেলায় দুই নারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হলো। শনিবার সকালে হাদিরা ইউনিয়নের হাদিরা পূর্বপাড়া গ্রামে রোগীর বাড়ীসহ আশেপাশের দশবাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, আক্রান্ত গৃহবধু শিউলি বেগম (১৮) গাজীপুরের শফিপুর এলাকায়, স্বামী ওবায়দুল হকের সাথে বসবাস করেন। স্বামী ওবায়দুল হক সেখানে একটি চাউলের দোকানের কর্মচারী। গত ১৮ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে ওই গৃহবধু হাদিরা ইউনিয়নে তার বাবার বাড়ী চলে আসেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলীম আল রাজী জানান, ‘বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। শনিবার সকালে সেখান থেকে নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।’
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, ‘আক্রান্তের বাড়ীসহ আশপাশের দশ বাড়ী লকডাউন করা হয়েছে। তাদের মাঝে সরকারি খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ পৌঁছে দেয়া হয়েছে। আক্রান্ত মেয়েটির শারীরিক অবস্থা অনেকটা ভালো। তাই সে আপাতত নিজ বাড়ীতে থেকেই চিকিৎসা নিবে। প্রয়োজন হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
এ সময় মাইকে সচেতনামূলক প্রচারণাসহ গ্রামের সকলকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, এর আগে ঢাকার জামগড়া এলাকার টেক্সম্যাক্স গার্মেন্টসে অপারেটর হিসেবে কর্মরত এক নারী গার্মেন্টসকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কামদেববাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়। তার শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যাওয়ায় গত ২৪ এপ্রিল ওই গ্রামের ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করে ছিল উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।