২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

ধান কাটার জন্য দিনাজপুর থেকে হাওড় অঞ্চলে পাঠানো হচ্ছে শ্রমিক

আপডেট: এপ্রিল ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :  দিনাজপুরের খানসামা উপজেলা থেকে হাওড় অঞ্চলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শ্রমিক পাঠানোর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. তৌহিদুল ইকবাল, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহমেদ মাহবুব-উল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, মাইফ্রেশ ওয়াটার কোম্পানির স্বত্বাধিকারী মো. লিয়ন চৌধুরী।

দিনাজপুর জেলা প্রশাষন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর এবং বিত্তবান ব্যাক্তদের সহযোগিতায় দিনাজপুর থেকে সুনামগঞ্জ ও হাওড় অঞ্চলে ধান কাটার জন্য শ্রমিক পাঠানো হচ্ছে।

শ্রমিকদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও যথাযথ সুরক্ষা ব্যবস্থা করে পাঠানো হচ্ছে। যেই বাসটি যাবে সেই বাসটিতে অন্য কোন যাত্রী নিতেও পারবে না আর আনতেও পারবেনা।

সুনামগঞ্জে গাড়ি পাঠানোর ভাড়া এবং শ্রমিকদের রাস্তায় খাবার ব্যবস্থা করেছেন মাইফ্রেশ ওয়াটার কোম্পানির মালিক লিয়ন চৌধুরী। জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তা সমাজের বিত্তবান লোকদের এই কাজে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহবান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network