২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

কুষ্টিয়া ভেড়ামারায় মেডিকেল অফিসারসহ আরোও দুইজন করোনায় আক্রান্ত

আপডেট: এপ্রিল ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ার ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাকিব আল ইমরানসহ আরো দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ডাক্তার ইমরানের বাড়ি রাজশাহীতে এবং তিনি ভেড়ামারায় ভাড়া বাড়িতে থাকেন। আক্রান্ত আরেকজনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। যার বয়স ৮০ বছর। গত বুধবার কুষ্টিয়ার আড়ুয়াপাড়া ও কুমারখালীর গট্টিয়াতে আরো দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন। আড়ুয়াপাড়াতে যার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তিনি একজন ব্যাংকার। মাদারীপুরের শিবচরে তার পোষ্টিং ছিলো। তিনি সেখান থেকে করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় আসেন। তারপর উপসর্গ দেখা দিলে পরীক্ষার পরে করোনা নিশ্চিত করেন ডাক্তাররা। এরপর থেকে আড়ুয়াপাড়া বজলুর মোড় থেকে হরিবাসর মোড় পর্যন্ত লক ডাউন করে দেয় প্রশাসন। এদিকে কুমারখালীর গট্টিয়া গ্রামে যে বৃদ্ধের শরীরে করোনা পাওয়া গেছে, তিনি পেশায় একজন ঘটক। তার বয়স ৬০ বছরের ওপরে। এছাড়া খোকসার ওসমানপুর বাড়ি, যিনি ঢাকায় পুলিশের এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ঢাকায় কর্মরত অবস্থায় তিনি করোনা পজেটিভ হলে পালিয়ে কুষ্টিয়ায় চলে আসেন। তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম জানান, উপসর্গভেদে রোগি বাড়িতে এবং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network