২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ ১ কিশোরীর লাশ উদ্ধার

আপডেট: এপ্রিল ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সটনিউজ প্রতিবেদক, ভূঞাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে ওয়ালিফা নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়ালিফা বগুড়ার সোনাতলা উপজেলার দিগলকান্দী গ্রামের হাসেন আলীর মেয়ে। তবে এখনো নিখোঁজ রয়েছে মা রত্না ও ছেলে রবিউল।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.শফিকুল ইসলাম জানান, গত ১৭ এপ্রিল (শুক্রবার) দুপুরে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় ভূঞাপুর থানা পুলিশের সহযোগীতায় শনিবার সকালে দ্বিতীয় দফা উদ্ধার অভিযান শুরু করে তারা। টানা দুই ঘন্টা অভিযান চালানোর পর নিখোঁজ তিনজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়। বাকি দুইজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল দুপুরে ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হচ্ছিলো। নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ১৪নং পিলার কাছে গিয়ে হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৪ জনের মধ্যে ১১জনকে জীবিত উদ্ধার করতে পারলেও তিনজন নিখোঁজ ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network