১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

ডেঙ্গু রোধে সচেতন হওয়ার আহ্বান অভিনয় শিল্পীদের

আপডেট: আগস্ট ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্রজনেরা। তারা বলেছেন, এই এটা আমাদের জন্যে একটি আপদকাল। এই বিপদে সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।

তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে এডিস মশা নিধনে সকালে এফডিসিতে সচেতনতামূলক শোভাযাত্রা বের করেন চলচ্চিত্রশিল্পী ও কলা কুশলীরা। তথ্যমন্ত্রীর হাছান মাহমুদের নেতৃত্বে এফডিসির ভেতর থেকে  শোভাযাত্রা শুরু হয়ে সোনারগাঁও হাতিরঝিল লিংক রোডে গিয়ে শেষ হয়। এসময়, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান শিল্পীরা।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হবার আহবান জানান শিল্পী, কলাকুশলী, পরিচালক, প্রযোজকরা। এসময়, তথ্যমন্ত্রী অভিনেতা, অভিনেত্রী ও শিল্পীদের সাথে নিয়ে গুজব প্রতিহত করার ঘোষণা দেন।

অভিনেত্রী তারিন জাহান বলেন, ‘আমরা মানুষই কিন্তু আমাদের পরিবেশ নষ্ট করি। সেই যায়গা থেকে আমি মনে করি প্রত্যেকের যায়গা থেকে আমাদের সচেতন হওয়া উচিৎ।’

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘কেউ যদি ভেবে থাকে এটা শুধু ঢাকায়ি এডিস মশার বিস্তার সেটা ঠিক না। আমরা জনগণেকে এটাই জানাতে চাই।’

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network