আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৪ জানুয়ারি শনিবার সকালে উপজেলার পারখী ও নাগবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক হতদরিদ্র, দুস্থ ও ধানগড়া এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ কলেজ পাড়ার আনিসুর রহমান শেলীর বাড়ীতে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক রশিদ আহাম্মদ আব্বাসী।
প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাংগঠনিক সম্পাদক , কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য সচিব এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনির হোসেন,সহসভাপতি আনিসুর রহমান শেলী,সদস্য সাইদুর রহমান সমীর, এনায়েত করিম ও নাহিদ খান।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম মওলানা মোঃ সেলিম,নাগবাড়ী ইউপি সদস্য ফাতেমা বেগম, পারখী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল করিম,সমাজ সেবক আলহাজ মোঃ সোলায়মান মিয়া ও নওপাড়া প্রবীণ ব্যক্তিত্ব শামসুল হক প্রমুখ।