আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ভূঞাপুর প্রেসক্লাবের নির্বাচনে রাজ্জাক -কামাল পরিষদ পুননির্বাচিত হয়েছে।গত ২৩ ডিসেম্বর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক (দৈনিক কালের কণ্ঠ) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. কামাল হোসেন (আরটিভি ও দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।
১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আলীম আকন্দ (আমার দেশ), সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু (বিজনেস বাংলাদেশ), যুগ্ম সম্পাদক ইব্রাহীম ভূইয়া (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মামুন সরকার (আমার সংবাদ), কোষাধ্যক্ষ কোরবান আলী তালুকদার (বাংলাদেশ বুলেটিন), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রবি (দেশকাল), দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান (এনটিভি)।
কার্যকরী সদস্যরা হলেন- আল আমিন শোভন (আনন্দ টিভি), আব্দুর রশিদ শেখ (ভোরের ডাক), মো. নাসির উদ্দিন (দেশ রুপান্তর) ও তৌফিকুর রহমান মানিক (সময়ের কণ্ঠস্বর)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন একুশে টিভির কাজী তাজ উদ্দীন রিপন ও চ্যানেল ২৪ এর মাসুদ রানা।