২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

 

টাঙ্গাইলে সোনিয়া নার্সিং হোমের স্বত্বাধিকারীর বিরুদ্ধে সাংবাদিক মাসুদের জিডি

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় সোনিয়া নার্সিং হোম এর স্বত্বাধিকারী আবুল কাশেম রিজভীর (৫৫) বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়রী করেছেন মোঃ মাসুদুল হক। সদর থানার জিডি নম্বর ১৬০৫,তারিখ :১৮ ডিসেম্বর,২০২৫। ভুক্তভোগী মোঃ মাসুদুল হক স্থানীয় দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
জানা গেছে, টাঙ্গাইল পৌর শহরের ডিস্ট্রিক্ট গেট এলাকায় মোঃ মাসুদুল হকের মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা লাগার জেরে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় গত ১৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. মাসুদুল হক। তিনি ‘দৈনিক টাঙ্গাইল সমাচার’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। জিডিতে অভিযুক্ত করা হয়েছে সোনিয়া ক্লিনিকের মালিক আবুল কাশেম রিজভী (৫৫) নামীয় এক ব্যক্তিকে।
গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় টাঙ্গাইল সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মাসুদুল হক তার স্ত্রী ও সন্তানসহ মোটরসাইকেল যোগে ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন একটি ফার্মেসি থেকে ঔষধ কিনে বাড়ি ফিরছিলেন। পথে শামসুল হক তোরণ পার হয়ে ডানে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটির ব্রেক লিভার দুমড়ে-মুচড়ে যায়।
জিডিতে উল্লেখ করেন যে, দুর্ঘটনার পর তিনি চালকের কাছে ঘটনার কারণ জানতে চাইলে প্রাইভেটকার থেকে দাড়িওয়ালা ও পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি নেমে আসেন। ওই ব্যক্তি নিজেকে ‘সোনিয়া ক্লিনিকের মালিক রিজভী’ বলে পরিচয় দেন এবং সাংবাদিক মাসুদুল হককে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।মাসুদুল হক যখন নিজের পরিচয় দেন যে তিনি একজন সাংবাদিক, তখন অভিযুক্ত ব্যক্তি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে দেখে নেওয়ার কথা বলে প্রাণনাশের হুমকি দেন।
এই ঘটনার পর সাংবাদিক মাসুদুল হক নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করছেন বলে জিডিতে উল্লেখ করেছেন। টাঙ্গাইল সদর থানা পুলিশ জিডিটি গ্রহণ করেছে (জিডি নং- ১৬০৫, তারিখ: ১৮/১২/২৫)। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।


এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ মাসুদুল হক দি নেক্সটনিউজকে বলেন ,” আমার সাথে সোনিয়া নার্সিং হোম এর স্বত্বাধিকারী বাজে বিহেভ করেছে।তিনি গাড়ি থেকে নেমে ক্ষমতার দাপট দেখিয়েছেন। থানায় জিডি করেছি। ”
অভিযুক্ত সোনিয়া ক্লিনিক এর স্বত্বাধিকারী আবুল কাশেম রিজভী তার প্রাইভেট কারের সাথে মটর সাইকেলের ধাক্কা লাগার কথা স্বীকার করে দি নেক্সটনিউজকে জানান, ”  আপনারা জানেন আমি খারাপ ব্যবহার করার মানুষ নই।এক পর্যায়ে আমিও উচ্চ স্বরে কথা বলেছি ,সেও উচ্চ স্বরে কথা বলেছে। ”
অভিযুক্ত আবুল কাশেম রিজভী আওয়ামীলীগ নেতা, কাউন্সিলর প্রিন্স এর বোন জামাই। বিগত সরকারের আমলে উক্ত রিজভী শ্যালক প্রিন্সের ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অপকর্ম করেছেন। তাঁর বিরুদ্ধে সোনিয়া নার্সিং হোমে কর্মরত নারীদের হেনস্থা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির  বিচার দাবি করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network