আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আলী আমজাদ হোসেন নির্বাচনী গণসংযোগ করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পৌজান বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কালিহাতীর উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আলী আমজাদ হোসেন।
গণসংযোগে তিনি বলেন, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কালিহাতী উপজেলা শাখার সহ-সভাপতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী। হাতপাখা প্রতীক নিয়ে প্রত্যেকটি বাজারে এবং মানুষের কাছে গিয়ে প্রচারণা করছি। আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য একটাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে এবং তাঁর আইনে-বিধানে সমাজ চলবে। সেলক্ষ্যে পীর সাহেব চরমোনাই এর সহযোগিতায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করছি। আমি কালিহাতীবাসীর নিকট দোয়া প্রত্যাশী। আমি নির্বাচিত হলে, আল্লাহর নিয়ামতগুলো সবাই সমানভাবে ভোগ করবে। হোক তিনি ধনী বা গরীব। এসময় তিনি অন্য ধর্মাবলম্বীদেরও হেফাজতে রাখার প্রতিশ্রুতি দেন।
আমি আপনাদের ভোটে মাধ্যমে নির্বাচিত হলে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মানুষের জন্য নিরাপদ রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেব। বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সৃষ্টি করে জীবিকা নির্বাহের ব্যবস্থা করবো।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কালিহাতী উপজেলা শাখা, পৌর শাখা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।