আপডেট: জুলাই ১২, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেছেন, ” সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। আগামী নির্বাচনে জামায়াতের দাড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামকে ক্ষমতায় বসানোর আহ্বান জানান তিনি।১২ জুলাই শনিবার টাঙ্গাইল শিল্পকলা একাডেমীতে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১২ জুলাই শনিবার টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা, টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা উত্তর অঞ্চল পরিচালক মোঃ মনসুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মোঃ মহিব্বুলাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি মুহাম্মদ হোসেন আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ডাঃ এটিএম মোজাহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, ইসলামী শ্রমিক আন্দোলনের টাঙ্গাইল জেলা সভাপতি মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের টাঙ্গাইল জেলা শাখা সাধারণ সম্পাদক এডভোকেট সরকার কবির উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
সম্মেলন শেষে মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শিল্পকলা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।