আপডেট: জুলাই ৫, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা শাখার উদ্যোগে উলামা ও পেশাজীবী সপ্তাহ উপলক্ষে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই ) জেলা জামায়াতের কার্যালয় সাবালিয়ায় জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় উলামা কমিটির সিনিয়র সদস্য অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উলামা কমিটির সেক্রেটারি জেনারেল ও মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড.মাওলানা খলিলুর রহমান মাদানী।অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা উলামা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির যেকোনো সংকটে উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ওলি আউলিয়াদের এ দেশ নিয়ে দেশি ও বিদেশি নানান ষড়যন্ত্র বিদ্যমান। এ ষড়যন্ত্র মোকাবিলা করে জাতিকে সঠিক দিক নির্দেশনা প্রদানের গুরু দায়িত্ব উলামায়ে কেরামের। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আলেম উলামাগণ নানা দলে উপদলে বিভক্ত থাকার সুযোগে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী মহল ইসলাম ও দেশ নিয়ে বিবিধ ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্র মোকাবিলায় যোগ্যতা ও দক্ষতার সাথে সাধারণ মানুষকে সতর্ক করার মহান মিশনে সদা তৎপর থাকতে হবে।