৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

ধানের শীষের ভোট চাইলেন শিল্পী আসিফ

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, ঢাকা : ধানের শীষের ভোট চাইলেন বিসিবির পরিচালক ও সঙ্গীত শিল্পী আসিফ আকবর।
কুমিল্লা -৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে জসিম উদ্দিনের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোট প্রার্থনা করেন।
এ সময় আসিফ আকবর বলেন- প্রিয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসী, আমি আজ আপনাদের এলাকায় গণসংযোগে এসেছি। সাহেবাবাদ ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বসে অনেক কথা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ওই দিন জসিম উদ্দিন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন
তিনি আরও বলেন, আমি আবারও আপনাদের এলাকায় আসবো এবং সারাদেশে ধানের শীষের পক্ষে ভোট চাইবো। আমার একটাই আর্জি—আপনারা সবাই ধানের শীষে ভোট দিন।
গণসংযোগকালে কুমিল্লা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ জসিম উদ্দিনের সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network