১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের পরিচিত সভা

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল: টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহ পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল -৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানটি  উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট জাফর আহমেদ।
টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল -০৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী লুৎফর রহমান মতিন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না,টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান খান আজাদ, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, বিএনপি নেতা এডভোকেট আলী ইমাম তপন, আব্দুর রউফ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শামীম আল মামুন। পরে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি উপস্থাপন এবং তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।অনুষ্ঠানে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী কমিটির সদস্যসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নয়া সভাপতি ইনডিপেনডেন্ট টিভির মামুনুর রহমান এবং সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন ।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও এসএ টিভির আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল ২৪ এর মো. মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু, দেশ টিভির অভিজিৎ ঘোষ, কোষাধ্যক্ষ জিটিভির সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক এটিএন নিউজের নওশাদ রানা সানভি, সাহিত্য সম্পাদক গ্লোবাল টিভির রুমি আক্তার পলি, ক্রীড়া সম্পাদক এখন টিভির কাওছার আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান ।এছাড়া কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, চ্যানেল আইএ’র মো. মুসলিম উদ্দিন আহমেদ, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, বাংলা টিভির খন্দকার হাবিবুল্লাহ কামাল, মোহনা টেলিভিশনের আনোয়ার হোসেন টুটুল, আরটিভির কামাল হোসেন ও আনন্দ টিভির মেহেদী হাসান মৃদুল।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network