২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

 

টাঙ্গাইল প্রেসক্লাবের নয়া কমিটি : আজাদ সভাপতি, সম্পাদক মওলা

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইল প্রেসক্লাবের নয়া কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে এডভোকেট আতাউর রহমান খান আজাদকে সভাপতি ও কাজী জাকেরুল মওলাকে সম্পাদক নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আব্দুর রহিম।
সাধারণ সভায় নিহত সাংবাদিক এবং প্রেসক্লাবের সদস্যদের পরিবারবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব ও মোনাজাত করা হয়।
প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, আতাউর রহমান খান আজাদ, সহ-সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিমান বিহারী দাস, সাবেক সাধারণ সম্পাদক কামনাশীষ শেখর, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন ও ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ।
দ্বিতীয় পর্বে টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কমিশনের চেয়ারম্যান টাঙ্গাইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন সকলকে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন- সভাপতি আতাউর রহমান আজাদ (বাংলাভিশন ও ইনকিলাব) ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি), সহ-সভাপতি নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন), যুগ্ম সম্পাদক শামিম আল মামুন (যমুনা টিভি ও দৈনিক বাংলা ) ও মালেক আদনান (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ মামুনুর রহমান মিয়া (ইনডিপেনডেন্ট টিভি ও সম্পাদক সমাজচিত্র), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মোস্তাক হোসেন (টাঙ্গাইল প্রতিদিন), দপ্তর ও পাঠাগার সম্পাদক পারভেজ হাসান (বণিক বার্তা)। কার্যকরি সদস্যরা হলেন- জাফর আহমেদ (যুগান্তর) আব্দুর রহিম (সমকাল), এসএম আওয়াল হোসেন (দৈনিক বর্তমান), সোহেল তালুকদার (ডিবিসি টিভি) এবং সুমন খান বাবু (দীপ্ত টিভি)।
নির্বাচন কমিশনের অন্য দুই কমিশনার হলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network