আপডেট: নভেম্বর ২০, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ নভেম্বর) দুপুরে কালিহাতী নার্সিং ইনস্টিটিউট সংলগ্ন মাঠে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিহতী নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাসুদা আক্তার নাদিয়ার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাঃ মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত আলম, ড্যাবের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার, টাঙ্গাইল নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাকটর ইনচার্জ রফিকুল ইসলাম,শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি কালিহাতী শাখার এফএভিপি ম্যানেজার মোহাম্মদ দিদারুল ইসলাম,কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুল আজিজ মিয়া,পরিচালক (অর্থ) আব্দুল মালেক,পরিচালক বিষ্ণু রামপাল প্রমূখ।