১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

 

যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: নভেম্বর ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে আফ্রো এশিয়া ও ল্যাটিন আমেরিকার আপোষহীন নেতা মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। টাঙ্গাইলে সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে ভাসানীর মাজারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবিব মাসুদের নেতৃত্বে দোয়া ও মোনাজাত করা হয়।
গনসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকী ও গনঅধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে ভাসানীর মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
শামসুজাজামান দুদু বলেন, নির্বাচনকে কি করে ভন্ডুল করা যায়, ঠেকিয়ে রাখা যায় সেই চেষ্টা চলছে। এ পথে কোন লাভ হবেনা। দেশের মানুষ উদ্‌গ্রীব হয়ে বসে আছে একটি নির্বাচনের জন্যে। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার হবে বিএনপির সরকার। তিনি বলেন, মাওলানা ভাসানীর আদর্শকে অনুসরণ করা মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করা। শহীদ জিয়াকে অনুসরণ করা হলো বেগম খালেদা জিয়াকে অনুসরণ। আর খালেদা জিয়ার পথ অনুসরণ করাই হচ্ছে তারেক রহমানকে অনুসরণ করা। তারেক রহমান জাতির আস্থা পেয়েছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জামায়াতের ব্যাপারে সজাগ থাকতে হবে। এরা গণতন্ত্রের পক্ষের শক্তি না। এরা গণতন্ত্রের বিপক্ষের শক্তি। বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক এরা তা চায়না। জুলাই বিপ্লবের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, বিএনপির সাথে ছিল বলে ১৫ থেকে ২০ টি আসন পেয়েছে।
এছাড়া “ভাসানী মেলা” নামে একটি মেলার আয়োজন করা হয়।এ মেলায় প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল নামে। মেলা চলাকালীন সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দরবার হলে ভাসানীর জীবন ও কর্মের উপর পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করে।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য নেক্সটনিউজকে বলেন, ” এবার অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।”

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network