আপডেট: অক্টোবর ২৩, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন দলের ৩৫ শতাংশ, আর এককভাবে ছাত্রশিবিরের ৩১ শতাংশ কর্মী গুমের শিকার হয়েছেন। এখনও আমাদের ছয়জন কর্মী নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত “সীরাত সেমিনার ২০২৫” ও সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদের (সা.) জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। নবীজির আদর্শ অনুসরণ করে চরিত্র গঠন করতে হবে। ছাত্রসমাজকে নৈতিকতা, জ্ঞান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ, শিবিরের জেলা নেতা ও স্থানীয় শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, “সীরাত চর্চার মাধ্যমে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব।”
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, “এমন একটি সুন্দর ও অনুপ্রেরণামূলক প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমরা গর্বিত।”