৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

 

কালিহাতীতে জামায়াতের গণমিছিল

আপডেট: আগস্ট ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল) :  জুলাই অভ্যুত্থানের চেতনায় সকল শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের শান্তি, সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে এবং করবে। কৃষক-শ্রমিক, কুলি-মজদুর, ব্যবসায়ী-চাকুরিজীবি, মুসলিম-হিন্দু-বৌদ্ধ সকলেই যেন নিরাপদে, সমান সম্মান, অধিকার ও ন্যায় বিচার নিয়ে বাঁচতে পারে এমন একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী। জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকীতে কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর গণ-মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্ত্বরের সমাবেশে কথাগুলো বলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, টাঙ্গাইল জেলা নায়েবে আমীর কালিহাতী আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
এসময় তিনি আরও বলেন, কল্যাণকর রাষ্ট্র যেখানে থাকবেনা ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি-দখলদারিত্ব, সন্ত্রাস-মাদক, নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, পরিবেশ বিপর্যয় করে বালু-মাটি উত্তোলন, পরিবেশ দূষণকারী কল-কারখানা। হাজার-হাজার মানুষ খুন-গুম, আয়নাঘরে বন্দি থেকেছেন, মা-বোনেরা নির্যাতন সহ্য করেছেন, জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। শিবিরের ভাইদের হত্যা-গুম ও পঙ্গু করা হয়েছে। এতো অত্যাচারের পর জুলাই বিপ্লবে হাজার-হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আন্দোলন সফল ও জালিম সরকারের পতন হয়েছে। এরপরও আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ অন্যায়-জুলুম, অত্যাচার-চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতি, গুম-হত্যার আমাদের সংগ্রাম অবিরাম চলবে। এ যুদ্ধ কোনও ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, এ সংগ্রাম যাবতীয় অন্যায় ও অপরাধের বিরুদ্ধে, প্রতিটি মানুষকে নিরাপদ ও সুখ-শান্তিতে বসবাস নিশ্চিত করতে। আমরা খুনা-খুনি, মারামারি, হিংসা-বিদ্ধেষ, চুরি-ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি বরদাশত করবো না। এসময় তিনি জনপ্রশাসন ও পুলিশ বাহিনীকে নিরপেক্ষতা বজায়, আইনের মর্যাদা ও মানুষের অধিকার রক্ষা করতে ও ঘুষ-দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানান।
এর আগে আজ ৫ আগস্ট মঙ্গলবার সকালে সাড়ে ৮ টায় জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে উপজেলা জামায়াতের গণ-মিছিল কালিহাতী শাজাহান সিরাজ কলেজ গেইট থেকে শুরু হয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্ত্বরে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী এসএম এনামুল হকের সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়ন ও পৌর জামায়াত, যুব ও শ্রমিক বিভাগের সভাপতি-সেক্রেটারী, ছাত্রশিবির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network