আপডেট: মার্চ ১৮, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল : টাংগাইল জেলার ধনবাড়ি উপজেলার ভাইঘাট বাজারে মালবাহী ট্রাকের চাপায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন সেক্রেটারি ছানোয়ার হোসেনের (৪৫) মৃত্যু ঘটেছে। একই ঘটনায় ভ্যান চালক আ: জলিল (৫৫) ঘটনাস্থলেই মারা যায় এবং ১জন মহিলা ও ১জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।গত ১৭ মার্চ মর্মান্তিক এ সড়ক দূর্হঘটনাটি ঘটে। নিহত জামায়াত নেতা মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও জামায়াতের রুকন ছিলেন। তার গ্রামের বাড়ি হাসিল। তিনি
দুই মেয়ে, স্ত্রী, বাবা মা সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়ন জামায়াত নেতা সানোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ ও মধুপুর উপজেলা আমীর অধ্যাপক আব্দুল কাদির। শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, সানোয়ার হোসেনের মৃত্যুতে জামায়াত এক নিবেদিত প্রাণ সাথীকে হারালো । যার অভার পূরণ হবার নয়। নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানিয়েছেন। নেতৃদ্বয় শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান এবং মরহুমের জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া কামনা করেন।