৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দিলো শিবির টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসের কর্মচারী শাজাহানের বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ  ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের মিছিল শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আতিকুর রহমান ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের রূকন সম্মেলন নাগরপুরে প্রশংসনীয় উদ্যোগ: রাস্তা নির্মাণে এলাকাবাসীর পাশে ছাত্রশিবির টাংগাইলে জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত আওয়ামীলীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া:মঈন খান

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

আপডেট: মার্চ ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক রশিদ আহাম্মদ আব্বাসীকে আহবায়ক ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিনকে যুগ্মআহবায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকালে কালিহাতী প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যতম সদস্য মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে কালিহাতী প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।২৬ ফেব্রয়ারির বিশেষ সাধারন সভার মুলতবি সভাটি ৫ মার্চ অনুষ্ঠিত হয়।পূর্ববর্তী সভার সিদ্ধান্ত মোতাবেক কার্যকরি কমিটি বিলুপ্ত করে ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন- এম, এম হেলাল বাদশা (দৈনিক সংগ্রাম),আনিছুর রহমান শেলী (দৈনিক স্বাধীন মত) , মনির হোসেন (দৈনিক সময়ের আলো), সোহেল রানা (দৈনিক মজলুমের কন্ঠ), শরিফুল ইসলাম (দৈনিক সংবাদ), জাহাঙ্গীর আলম (টাঙ্গাইল প্রতিদিন)।

কার্যকরি কমিটির সম্মানিত সদস্যরা হলেন- দুলাল হোসেন রানা, দাস পবিত্র, মীর আনোয়ার হোসেন, সাব্বির আহমেদ আব্বাসী, সুমন ঘোষ, মাসুদুর রহমান মিলন ও মিজানুর রহমান শামীম।

আহবায়ক কমিটি ঘোষণার পরে নব-নির্বাচিত আহবায়ক কমিটির সদস্যরা কালিহাতী প্রেসক্লাবের সদস্যদেরকে নিয়ে কালিহাতী প্রেসক্লাবে ইফতার মাহফিলে মিলিত হন।

ইফতারের আগে দেশ ও জাতীর কল্যাণ ও কালিহাতী প্রেসক্লাবের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network