২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

 

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

আপডেট: মার্চ ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক রশিদ আহাম্মদ আব্বাসীকে আহবায়ক ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিনকে যুগ্মআহবায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকালে কালিহাতী প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যতম সদস্য মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে কালিহাতী প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।২৬ ফেব্রয়ারির বিশেষ সাধারন সভার মুলতবি সভাটি ৫ মার্চ অনুষ্ঠিত হয়।পূর্ববর্তী সভার সিদ্ধান্ত মোতাবেক কার্যকরি কমিটি বিলুপ্ত করে ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন- এম, এম হেলাল বাদশা (দৈনিক সংগ্রাম),আনিছুর রহমান শেলী (দৈনিক স্বাধীন মত) , মনির হোসেন (দৈনিক সময়ের আলো), সোহেল রানা (দৈনিক মজলুমের কন্ঠ), শরিফুল ইসলাম (দৈনিক সংবাদ), জাহাঙ্গীর আলম (টাঙ্গাইল প্রতিদিন)।

কার্যকরি কমিটির সম্মানিত সদস্যরা হলেন- দুলাল হোসেন রানা, দাস পবিত্র, মীর আনোয়ার হোসেন, সাব্বির আহমেদ আব্বাসী, সুমন ঘোষ, মাসুদুর রহমান মিলন ও মিজানুর রহমান শামীম।

আহবায়ক কমিটি ঘোষণার পরে নব-নির্বাচিত আহবায়ক কমিটির সদস্যরা কালিহাতী প্রেসক্লাবের সদস্যদেরকে নিয়ে কালিহাতী প্রেসক্লাবে ইফতার মাহফিলে মিলিত হন।

ইফতারের আগে দেশ ও জাতীর কল্যাণ ও কালিহাতী প্রেসক্লাবের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network