৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

গীতিকার লোকমান হোসেন ফকিরের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট: এপ্রিল ২৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

 নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল: বাংলাদেশের প্রখ্যাত শিক্ষানুরাগী একুশে পদকপ্রাপ্ত গীতিকবি , সুরকার, শিল্পী, সমাজহিতৈষী লোকমান হোসেন ফকির এর ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল , মঙ্গলবার ।
প্রখ্যাত প্রানপুরুষ লোকমান হোসেন ফকিরের জন্ম ১৯৩৪ সালের ২৭ ডিসেম্বর টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামে । বাবার নাম মমতাজ উদ্দিন ফকির। মায়ের নাম কছিরন নেছা। লোকমান হোসেন ফকির ১৯৬০ সালে কণ্ঠশিল্পী হিসেবে বেতারের সাথে যুক্ত হন। ১৯৬৫ সালে গীতিকার ও সুরকারের স্বীকৃতি পান বেতার ও টেলিভিশনে। তাঁর বিখ্যাত গানগুলোর মধ্যে- ‘ আমায় একজন সাদা মানুষ দাও/যার রক্ত সাদা।’ ‘আবার জমবে মেলা/বটতলা হাটখোলা ।’ ‘আঁকা বাঁকা মেঠো পথের ধারে / সাজানো রয়েছে সারি সারি /ছোট ছোট ঘরবাড়ি ‘ প্রভৃতি । তিনি ছিলেন ‘ মলুয়া’ ছবির গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও প্রযোজক । তিনি ‘চরিত্রহীন’ ছবির শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে ১৯৭৬ সালে বাংলাদেশে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। লোকমান হোসেন ফকির ১৯৮৬ সালে নিকরাইলে চাচার নামে শমসের ফকির ডিগ্রি কলেজ, ১৯৮৯ সালে বাবার নামে নলছিয়াতে মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়, ১৯৯০ সালে বাসুদেবকোলে ফকির মাঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ।তাঁর প্রকাশিত গ্রন্থ ৪ টি। ‘ আমি দিন গুনছি(কাব্য), লোকমান হোসেন ফকিরের গান (গান), জীবন যেমন (কাব্য), ভাবনা পারাপার (কাব্য) । একজন নিঃস্বার্থ সমাজসেবক লোকমান হোসেন ফকির ১৯৯১ সালের ২৩ শে এপ্রিল মৃত্যুবরণ করেন । টাঙ্গাইলের ভূঞাপুর অঞ্চলে শিক্ষা বিস্তারে তাঁর ভুমিকা অগ্রগন্য।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত শমশের ফকির ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করেছে ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network