আপডেট: এপ্রিল ২০, ২০২৩
নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী(টাঙ্গাইল) : ঈদ আনন্দ ঘরে ঘরে পৌঁছে দেয়ার৷ জন্য আদনান শাহেদ -তন্ময়” স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অসচ্ছল পরিবারের জন্য ঈদ খাদ্য সামগ্রী (চাউল,চিনি,শেমাই ও গুড়োদুধ) উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ছাতিহাটীতে অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, আদনান শাহেদ তন্ময় স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান, ডিমল্যান্ড কনষ্টাকশনের ব্যবস্থাপনা পরিচালক নওরীন আক্তার মেরী, বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, সমাজ সেবক, সোনা মিয়া, চাকুরিজীবী, শাহিনুর ইসলাম, স্থানীয় যুবলীগ নেতা, শিবলী সবুজ ও হিউম্যান রাইটস রিভিউসোসাইটির সাংগঠনিক সম্পাদক, শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।