আপডেট: এপ্রিল ১৬, ২০২২
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের নিরালা ঘরের দোতালায় প্রফেসর আব্দুল লতিফের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইফতারে অংশ গ্রহন করেন টাঙ্গাইল জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল লতিফ সরকার, অবসর প্রাপ্ত ডেপুটি ডিরেক্টর (ডিডি ফায়ার সার্ভিস) নুরুল ইসলাম,স্বাধীনতা শিক্ষক পরিষদ -স্বাশিপের কালিহাতী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, অগ্রনী ফিড লিমিটেডের স্বত্বাধীকারী আলমগীর হোসেন স্বপন, সোনালী ব্যাংকের এজিএম আব্দুল মজিদ খান,ভূঞাপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন মন্ডল,ভূঞাপুর উপজেলা আওয়ামিলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম লিটন, অধ্যাপক আব্দুল মান্নান,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুল লতিফ, অধ্যক্ষ মাজহারুল ইসলাম সিদ্দিকী বাদশা,অধ্যাপক শফিকুল ইসলাম বাদল,যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত আর্মি অফিসার মীর মোশাররফ হোসেন প্রমুখ। উল্লেখ্য, প্রফেসর আব্দুল লতিফ ভূঞাপুরস্থ শহীদ জিয়া মহিলা কলেজের যুক্তিবিদ্যা বিভাগে কর্মরত রয়েছেন।