আপডেট: মার্চ ২৫, ২০২২
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : অনলাইন নিউজ পোর্টাল “রুপায়ন বাংলা”র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। টাঙ্গাইল শহরের ফুড গার্ডেন হোটেল এন্ড রেস্টুরেন্টে ২৫ মার্চ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পোর্টালটির সম্পাদক ও প্রকাশক রশিদ আহমেদ আব্বাসীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড ওয়াহেদুজ্জামান মতি, এফবিসিসিআই এর পরিচালক ও আওয়ামীলীগ নেতা আবু নাসের,কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, অধ্যক্ষ পরিষদ টাঙ্গাইলের সহ-সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান,
টাঙ্গাইল বারের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারী কৌশুলী এডভোকেট মহসিন সিকদার,দি ডেইলী স্টারের মীর্জা শাকিল, এনটিভির মহব্বত হোসেন, দি নেক্সটনিউজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, দৈনিক যুগধারার সম্পাদক হাবিবুর রহমান সরকার, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এডভোকেট আজিজুর রহমান তোতা, শোষিতের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন,সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন,দৈনিক ভোরের কাগজের আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যুগধারার এডভোকেট হুমায়ুন কবীর।