১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

টাঙ্গাইলে নারীর মরদেহ উদ্ধার

আপডেট: অক্টোবর ১৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

 

মনির হোসেন, টাঙ্গাইল : টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম পারুল বেগম (৪০)।

বুধবার (১৩ অক্টোবর) সকালে আনুমানিক সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর যাবৎ এই মহিলাকে গালা বাজারসহ আশপাশে ঘুরতে দেখছেন সবাই। সে মানসিক ভারসাম্যহীন ছিল। একেক সময় একেকজনের বাসায় খেয়ে জীবন চলত তার। তার শরীরে মৃগী রোগ ছিল, যার ফলে হয়তো সে গালা গ্রামের কবরস্থান সংলগ্ন পুকুরে পড়ে যেতে পারে।

টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল জানান, সকালে স্থানীয় মহিলা ইউপি সদস্য তাকে মোবাইলে জানান, গালা গ্রামে একটি পুকুরে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পাই পারুল নামে একজন মানসিক রোগীর লাশ পড়ে আছে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network