আপডেট: অক্টোবর ১০, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইল সাহিত্য সংসদ কতৃক শিশু সাহিত্যে পুরস্কার পেলেন বিশিষ্ট ছড়াকার কাশিনাথ মজুমদার পিংকু। ৮ অক্টোবর টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে টাঙ্গাইল সাহিত্য সংসদ এক জমকালো আয়োজনের মাধ্যমে তাঁকে এ সম্মাননা প্রদান করে।
টাঙ্গাইল সাহিত্য সংসদের ৩৩৩ তম স্মরচিত কবিতা পাঠ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্ভোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান , একুশে পদকপ্রাপ্ত বরেণ্য ব্যক্তিত্ব ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.আতাউল গণির সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিসত্বার কবি নুরুল হুদা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহম্মেদ, টাঙ্গাইল ক্লাবের সভাপতি হারুনুর রশিদ, অধ্যাপক ডাঃ রতন চন্দ্র সাহা,অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি কবি মাহমুদ কামাল।সার্বিক দায়িত্বে ছিলেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদল।
উল্লেখ্য, কাশিনাথ মজুমদার পিংকু টাঙ্গাইল সাহিত্য সংসদের সক্রিয় সদস্য ছাড়াও এলেঙ্গা সাহিত্য সংসদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।শিক্ষকতা পেশার পাাশাপাশি কবি,লেখক,সাংবাদিক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। শিশুতোষ ছড়া ছাড়াও তাঁর লেখায় উঠে আসে সমাজ , রাজনীতির নানা অনিয়ম। তিনি একজন সময়ের সাহসী তরুণ লেখক হিসেবে ইতিিমধ্যে সাহিত্যাঙ্গনে শক্ত অবস্থান সৃৃষ্টি করেছেন।