আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২১
মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৩দিন পর এক মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৯ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সল্লা ইউনিয়নের বিলছাইয়া এলাকার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই মাদ্রাসা ছাত্র উপজেলার দেউপুর দক্ষিন পাড়া গ্রামের শরীফুল ইসলামের ছেলে ও বিলছাইয়া আল মারকাযুদ্দীনিয্যাহ মহিনাতুল উলূম মাদ্রাসায় ছাত্র ফাহিম (১০)।
পুলিশ ও স্থানীয়রা জানায় , নিহত ওই ছাত্র স্থানীয় ‘বিলছাইয়া আল মারকাযুদ্দীনিয্যাহ মহিনাতুল উলূম মাদ্রাসায়’ হেফজ খানায় পড়াশোনা করতো। গত সোমবার ভোর থেকে নিখোঁজ ছিলো সে। পরে বৃহস্পতিবার বিকেলে বিলের মধ্যে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা । পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানাতো যাবে।