আপডেট: জুলাই ১৮, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভূূঞাপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন বকুলের সহধর্মিণী সেলিনা বেগম (৪০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহী রাজিউন । টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লোকের পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। ১৮ জুলাই , রবিবার, সকাল ০৫:৪০ টায় ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে সীমান্ত শিহাব (১৬), মেয়ে জারিন তাসনীম শুচি (২২), ভাই-বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দুুুরারোগ্য ব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সেলিনা বেগম আলসারে ভুগছিলেন। সর্বশেষ গত সপ্তাহে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর তাঁর ক্যান্সার ধরা পড়ে। আসরের নামাজের পর জানাযা নামাজ শেষে নিজ গ্রাম দক্ষিণ লোকের পাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে তাঁর পরিবার সূত্র জানিয়েছে।