আপডেট: জুলাই ১৭, ২০২১
মনির হোসেন,টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এতে করে পাঁচ বিক্রমহাটি থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ইয়াসির আরাফাত জানান, মধ্যরাত থেকেই ঘরমুখী যানবাহনের চাপ বেড়ে যায়। যানবাহনের চাপ সামাল দিতে না পেরে শুক্রবার রাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।
এ সময় সেতুর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিমি রূপ নেয়।
যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।