আপডেট: জুন ২০, ২০২১
জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ টাঙ্গাইল দিঘুলিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর প্রতীক এর সুযোগ্য সন্তান জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর।
আনোয়ার সাদাত তানাকা রোববার (২০ জুন) ভোর ৫ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন
টাঙ্গাইলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন ২০জুন এক বিবৃতিতে আনোয়ার সাদাত তানাকা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তানাকা টাঙ্গাইল পৌরসভার একজন জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। তাঁর মৃত্যুতে পৌরবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।