৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

ডিবি অফিসে ফের কাঁদলেন পরীমনি

আপডেট: জুন ১৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

সেখানে দুই ঘণ্টা অবস্থান করেন পরীমনি। এ সময় তিনি কখনও হেসেছেন আবার কখনও কান্নায় ভেঙে পড়েছেন। আবার নিজেকে সামলিয়ে স্বতঃস্ফূর্ত হয়ে কথা বলতে দেখা যায়।

বিকাল ৩টা ৫৫ মিনিটে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন পরীমনি। এ সময় তার সঙ্গে ছিলেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী ও মেকআপম্যান জিমি। তাদের উপস্থিতিতে তাকে মামলার নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে কয়েক দফা অঝোরে কান্নায় ভেঙে পড়েন নায়িকা।

পরে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরীমনি। তিনি বলেন, পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। ডিবি কার্যালয়ে এসে আমার রিফ্রেশমেন্ট হয়েছে। পুলিশ যে এত ম্যাজিক্যাল হয় তা এখানে এসে বুঝেছি।

প্রসঙ্গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার চার দিন পর রোববার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি।

সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।

ওই দিনই প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network