আপডেট: মে ২১, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেতক,টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেসক্লাব মিলনায়তনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুর সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি সাজ্জাত লতিফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।এছাড়াও সহ-সভাপতি পদে নয়াদিগন্তের প্রতিনিধি তাইবুর রহমান, আমাদের সময়ের প্রতিনিধি ফজলুল হক বাপ্পা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মতিউর রহমান, যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ খবরের প্রতিনিধি সাইফুল ইসলাম সানি, দৈনিক জনতার প্রতিনিধি জুয়েল রানা, অর্থ সম্পাদক পদে আজকালের খবরের প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক পদে জুলহাস গায়েন, দপ্তর সম্পাদক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ইসমাইল হোসেন নির্বাচিত হয়।বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহন হয়। পরে বিকেল সাড়ে পাঁচটায় প্রধান নির্বাচন কমিশনার টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ফলাফল ঘোষণা করেন।এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারি নির্বাচন কমিশনার সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখরসহ প্রমুখ।