৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দিলো শিবির টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসের কর্মচারী শাজাহানের বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ  ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের মিছিল শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আতিকুর রহমান ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের রূকন সম্মেলন নাগরপুরে প্রশংসনীয় উদ্যোগ: রাস্তা নির্মাণে এলাকাবাসীর পাশে ছাত্রশিবির টাংগাইলে জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত আওয়ামীলীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া:মঈন খান

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাহায্য প্রদান

আপডেট: মে ৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মিজানুর রহমান হাওলাদার :  জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্য প্রদান করা হয়েছে। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বকশী বাজারের কার্যালয়ে এ সহযোগিতা প্রদান করা হয়। মোট ৪৫৭ জন দৃষ্টি প্রতিবন্ধীকে গত ৩ মে সাহায্য দেয়া হয়।
৫৭ জন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের পূনর্বাসনের জন্য সেলাই মেশিন,নগদ অর্থ, বয়স্ক ভাতা,ক্ষুদ্র্র ব্যবসা ও গৃহ নির্মানের জন্য ঢেউটিন প্রদান করা হয়। চিকিৎসা, বিবাহ ও দাফন-কাফনের জন্য নগদ অর্থ ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ৪২৫ জন দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ করা হয়।


জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদারের তত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিক। দি নেক্সটনিউজ পত্রিকার চীফ রিপোর্টার মিজানুররহমানহাওলাদার, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম,ফার্স্ট এসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এইচ এম বশির উদ্দিন  অনুষ্ঠাানে উপস্থিত ছিলেন।

সাহায্য পেয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা খুশি হয়েছেন। এ সহযোগিতার বিষয়ে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার নেক্সটনিউজকে বলেন, যেসমস্ত সংগঠন  ও ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করেছেন  তাদেরকে স্বাগত ও কৃতজ্ঞতা  জানাই। দেশের বিত্তশালীদের এবং বিভিন্ন সংস্থাকে  অসহায় -দরিদ্র্র দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network