আপডেট: এপ্রিল ৫, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : শিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে কারিগরি শিক্ষ অধিদপ্তরের অধীনে টাঙ্গাইলের ৭২ টি কারিগরি শিক্ষা প্রধানদের নিয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছিল। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। ৪ এপ্রিল সকাল ১১ টা থেকে মিটিং শুরু হয়।সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলসরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. প্রকৌশলী মনিরুজ্জামা। শতভাগ প্রতিষ্ঠান জুম মিটিং এ অংশগ্রহন করে।কর্মশালার কারিগরি সেক্টরের শিক্ষার্থীদের উপবৃত্তি বিষয়ক সফটওয়্যার এম আই এস নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মধ্যে মেয়ে ও প্রতিবন্ধীরা শতভাগ এবং ছেলেদের মধ্যে শতকরা ৭০ জনকে বৃত্তি প্রদান করা হবে। তবে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। কর্মশালায় জানানো হয়, বিবাহিত বা অন্য কোন বৃত্তি পেয়ে থাকলে সে এই বৃত্তির আওতাভুক্ত হবে না।শিক্ষার্থীদের শতকরা ৮০ দিন শ্রেনীকক্ষে উপস্থিত থাকতে হবে। কর্মশালাটি সঞ্চালনা করেন টাঙ্গাইল টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের প্রধান শান্তি রঞ্জন সরকার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে আলোচনায় অংশ নেন গোপালপুর সরকারী সুতি ভিএম স্কুলের প্রধান শিক্ষক, হ্যাবিট টাঙ্গাইলের প্রধান, তোফাজ্জলহোসেনতুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ।