৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

কুষ্টিয়ার ভেড়ামারায় বণিক সমিতির সাধারণ সম্পাদকের মৃত্যু

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

সাইফুল ইসলাম, ভেড়ামারা(কুষ্টিয়া) থেকে :
কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ডাবলু আর নেই। ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত রোববার রাতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন এবং  তাঁকে সোমবার সকালে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে অধিকতর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্র করা হয়। বুধবার বাদ জোহর ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে ফারাকপুর গোরস্তানে তাঁকে দাফন করা হবে।
কলেজ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ডাবলুর মৃত্যুতে ভেড়ামারার ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network