আপডেট: আগস্ট ২১, ২০২০
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে আবুবকর সিদ্দিক : উল্লাপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন উর্মিলা রানী (৪০) নামের এক গৃহবধু। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। উর্মিলা উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরতœপাড়া গ্রামের ব্যবসায়ী চন্ডি কুমারের স্ত্রী।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড এম তাজুল হুদা উর্মিলার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার সময় তিনি তার বাড়িরর পাশের স্বরসতী নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন। এ ব্যাপারে সলংগা থানায় একটি ইউডি মামলা হয়েছ।