৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

নীলফামারীতে জুম এ্যাপের মাধ্যমে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

আপডেট: আগস্ট ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীতে জুম এ্যাপের মাধ্যমে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ই আাগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জুম এ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।

জুম এ্যাপের মাধ্যমে সভায় যুক্ত হন নীলফামারী ০২ আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূর, পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম সহ জেলার সকল দপ্তরের অফিস প্রধানগণ এবং উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনলাইনে সংযুক্ত হয়ে স্ব স্ব দপ্তরের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। এসময় সভার সভাপতি ও জেলা প্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর কে অবহিত করেন।

এছাড়াও সভাপতি মহোদয় গত১৫ আগস্ট সুষ্ঠুভাবে জাতীয় শোক দিবস-২০২০পালনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

নেক্সটনিউজ/জেআলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network