৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

ঘাটাইলের দেওপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

আপডেট: আগস্ট ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল :  ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) বিকালে দেওপাড়া হাইস্কুল মাঠে আলোচনা সভা, গণভোজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর

রাজ্জাক, জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম (সাংবাদিক), ঘাটাইল উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ভিপি রুবেল, দেওপাড়া ইউনিয়ন

আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইঞ্জিনিয়ার আব্দুর রউফ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মুক্তার আলী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক

মতিন মিয়া, যগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার সুজন মিয়া, ঘাটাইল উপজেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন সিকদার প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network